শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিপুণসহ আহত অর্ধশতাধিক

নিপুন

রিয়াদ হাসান: বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা নিয়ে ঢাকার কেরানীগঞ্জে দলটির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুন রায়সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের অফিসও ভাঙচুর করা হয়েছে। ঢাকা মেইল

বিএনপির দাবি, সমাবেশের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে দলটির সমাবেশের ওপর পাথর, ইট নিক্ষেপ করতে থাকে। পরে আহত নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। 

শুক্রবার (২৬ মে) নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও দেশের ৯ বিভাগের ১৮ জেলা এবং মহানগরে জনসমাবেশ করছে বিএনপি।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ সকাল ১০টার দিকে শুরু হওয়ার পরেই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পরে হামলার অভিযোগ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে নিপুন রায়সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। 

অন্যদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন অভিযোগ করে বলেন, নিপুন রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরেরে দাবি জানানো হয়।  এ সময় আওয়ামী লীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানায় দলটি। প্রথম আলো

এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, এ হামলায় নিপূণ রায়কে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৪/৫ টি সেলাই লেগেছে। ঢাকা পোস্ট 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেন। এর আগে সংঘর্ষে ও ইটের আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্পাদনা: জেরিন আহমেদ

আরএইচ/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়