শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিপুণসহ আহত অর্ধশতাধিক

নিপুন

রিয়াদ হাসান: বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা নিয়ে ঢাকার কেরানীগঞ্জে দলটির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুন রায়সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের অফিসও ভাঙচুর করা হয়েছে। ঢাকা মেইল

বিএনপির দাবি, সমাবেশের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে দলটির সমাবেশের ওপর পাথর, ইট নিক্ষেপ করতে থাকে। পরে আহত নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। 

শুক্রবার (২৬ মে) নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও দেশের ৯ বিভাগের ১৮ জেলা এবং মহানগরে জনসমাবেশ করছে বিএনপি।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ সকাল ১০টার দিকে শুরু হওয়ার পরেই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পরে হামলার অভিযোগ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে নিপুন রায়সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। 

অন্যদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন অভিযোগ করে বলেন, নিপুন রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরেরে দাবি জানানো হয়।  এ সময় আওয়ামী লীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানায় দলটি। প্রথম আলো

এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, এ হামলায় নিপূণ রায়কে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৪/৫ টি সেলাই লেগেছে। ঢাকা পোস্ট 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেন। এর আগে সংঘর্ষে ও ইটের আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্পাদনা: জেরিন আহমেদ

আরএইচ/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়