শিরোনাম
◈ আইপিএলের ফাইনালে চেন্নাইকে ২১৫ রানের টার্গেট দিল গুজরাট ◈ নির্বাচনের আগে সরকার বিদ্যুতের দাম বাড়াতে চায় না: প্রতিমন্ত্রী ◈ রামগড়ে এক পরিবারের সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড ◈ এরদোগানের মতো আবারো ক্ষমতায় আসতে পারেন শেখ হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ জুলাই ◈ মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে রড পড়ে শিশু নিহত ◈ ‘রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে’ ◈ তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ ব্যাংক কর্মকর্তা ◈ নতুন ভিসা নীতিতে চাপে বিএনপি: তথ্যমন্ত্রী ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান সরকারের অধীনে

বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ আওয়ামী লীগের 

এম এম লিংকন: সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকাসহ সারা দেশে ১২ টি মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশের বিপরীতে শনিবার ( ১৮ মার্চ)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনার কর্মসূচি পালন করেছে। এ সময় ক্ষমতাসীন দলটির নেতারা বলেন, বিএনপি চুরির কথা বলে, অথচ তারাই ভোট চুরি করে বিশ্ব রেকর্ড করেছে। সংবিধানের বাইরে এক চুল যাওয়ার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার হবে না, হবে না। বিএনপির উদ্দেশ্যে তারা বলেন, অনুরোধ রইলো, নির্বাচনে আসুন।   

রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি চুরির কথা বলে, অথচ তারাই ভোট চুরি করে বিশ্ব রেকর্ড করেছে। বিএনপির দুটি গুণ দুর্নীতি আর মানুষ খুন। সাম্প্রদায়িকতার ঠিকানা হচ্ছে বিএনপি। 

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ক্ষমতার স্বপ্ন দেখছেন। বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারে চলতে চলতে গাড়ি খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন জখম হয়ে গেছে! মির্জা ফখরুলের দেশ পাকিস্তান নাকি ভালো ছিল স্বরণ করিয়ে সেতুমন্ত্রী বলেন,আজ পাকিস্তানের রিজার্ভ ৩.৫ বিলিয়ন ডলার। পাকিস্তান আজ দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের চেয়ে সবদিক থেকে আমরা এগিয়ে আছি। 

ওবায়দুল কাদের আরো বলেন, অর্থ পাচারকারী তারেক লন্ডনে আছে  বিএনপি ক্ষমতায় এলে তারেক দেশে ফিরবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিতে বিএনপি পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতিবাজের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা। 

আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি ৩ মাসের সরকারের নামে ২ বছরের তত্ত্বাবধায়ক সরকার চায়। সংবিধানের বাইরে এক চুল যাওয়ার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার হবে না, হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে গিয়ে বলেছেন, সরকার নির্বাচন কমিশনে প্রভাব বিস্তার করবে না।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের  প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ঢাকায় তিনটি কর্মসূচি পালন করে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মিরপুরের ভাষানটেক মোড়ে জনসমাবেশ করে। এই সমাবেশে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অনেকে। 

এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আলোচনা সভার আয়োজন করে। এতে কেন্দ্রীয় ও যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে সমাবেশ বা আলোচনা সভা সমন্বয় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকেরা।

এমএল/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়