শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভী-এ্যানিসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আটক

নয়াপল্টন থেকে এ্যানী-জুয়েলকে তুলে নিলো ডিবি

জেরিন আহমেদ: নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলকেও আটক করে পুলিশ। সমকাল অনলাইন, জাগো নিউজ, সময় টিভি

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। এদিকে বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযানের সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, উত্তর এর আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন সহ অসংখ্যা নেতাকর্মী নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ।

দলটির এক সূত্র জানিয়েছে, নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে। কাকরাইল নাইটেঙ্গেল মোড় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে তাদের ডিবি পুলিশের গাড়িতে তোলা হয়। পরে গাড়িটি পুরানা পল্টনের দিকে চলে যায়। বার্তা ২৪

এ সময় সাংবাদিকরা ডিবির কর্মকর্তাদের কাছে তাদের আটক করা হয়েছে কি না, জানতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে নয়াপল্টনে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।  এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে বিএনপি কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নেতাকর্মীদের আটক করা হয়।

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়