শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 খালেদা জিয়া পল্টনে আসতে পারবেন না কেন, প্রশ্ন জাফরুল্লাহ 

ডা. জাফরুল্লাহ চৌধুরী

শাহীন খন্দকার: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দৌঁড়াতে পারলে খালেদা জিয়া পল্টনের মিটিংয়ে আসতে পারবেন না কেন? শর্তযুক্ত জামিন দেওয়া অর্থহীন।

রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা ও দোয়া মাহফিল তিনি এ কথা করেন। শেরে বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এ.এস.এম সোলায়মানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে প্রশ্ন উঠেছে বিএনপির টাকার উৎস কি ? তাহলে প্রশ্ন্ন আসতে পারে আওয়ামী লীগের টাকার উৎস কি ? দু’দলেরই টাকার উৎস প্রকাশ করা দরকার। যাতে আমরা দেখতে পারি। আজকে সংঘাত নয়, সংলাপের প্রয়োজন আছে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সাহস করে সুষ্ঠু নির্বাচনে যান। এসময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আজকে আপনি ঢাকা থেকে চট্টগ্রামের পর্যন্ত দৌড়াতে পারেন, তাহলে খালেদা জিয়া পল্টনের মিটিংয়ে আসতে পারবেন না কেন? উনাকে জামিন দিয়েছেন, শর্তযুক্ত এই জামিন অর্থহীন।

তিনি আরও বলেন, যত কিছুই করেন না কেন, এখন দিনের ভোট আর রাতে হবে না, ইভিএম দিয়ে প্রতারণা চলবে না। বিএনপির উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, যদি সুষ্ঠু নির্বাচন চান, তাহলে সংলাপ করেন। আর আপনাদের বলতে হবে, প্রতিহিংসা নয়। যদি নির্বাচনে জয়লাভ করেন, তাহলে প্রতিহিংসা হবে না, কারও কোনো ক্ষতি হবে না। তা সবাইকে জানিয়ে দিতে হবে।

কৃষক শ্রমিক পার্টির সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষক শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক এ.এস.এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শেরে বাংলা পরিষদের মহাসচিব মো. তোফাজ্জল হোসেন, জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ফজলুল হক,বীর মুক্তিযোদ্ধা হাজী দীন মোহাম্মদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির নেতা সামসুল আলম, ন্যাপের সাংগঠনিক সম্পাদক কামাল ভূঁইয়া প্রমুখ।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়