শিরোনাম
◈ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান ◈ মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা, আহত এক ◈ জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করে হবে আসন ভাগাভাগি: আমু ◈ ৩৩ ওসির বদলির তালিকা নির্বাচন কমিশনে, ডিএমপিতে রাখার প্রস্তাব ◈ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত ◈ জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা দুলু ◈ ইসির নিবন্ধন পাচ্ছে আরো ২৯ পর্যবেক্ষক সংস্থা ◈ সৌদি বিনিয়োগ বিষয়ক উপ-মন্ত্রীসহ ৩১ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় ◈ দলীয় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে ইসির শাস্তি মেনে নেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের    ◈ আদালত-বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে চিঠি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০১:২৪ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনের মাধ্যমেই বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে: বাদশা

আবদুল ওহাব: বগুড়া জেলা বিএনপির আহব্বায়ক রেজাউল করিম বাদশা বলেছেন, দেশের জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। ধুকে ধুকে কষ্ট করছে। জনগণ তার অধিকারের কথা বলতে পারছে না। রাজপথে মিছিল মিটিং করলেই নির্যাতন করা হয়। একদলীয় স্বৈরশাসক 
রাষ্ট্রের শাসন ব্যবস্থা বিপর্যস্ত করেছে। তাই দেশের জন্য, জনগণের জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে। রক্ত দিয়ে হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার  (৩০ সেপ্টেম্বর) বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বগুড়া জেলা বিএনপির আহব্বায়ক রেজাউল করিম বাদশা। 

অনুষ্ঠানে এনামুল হক শাহীনকে শাজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি, আজিজুর রহমান বিদ্যুৎকে সাধারণ সম্পাদক এবং হারেছ উদ্দিন ও আবু শাহীন সানিকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। 

 এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এড সাইফুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক ফজলুল বারী তালুকদার বারী, মোশারফ হোসেন, জাতীয় নিকমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী, আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাফতুন আহমেদ, বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান৷ সাংগঠনিক সম্পাদক এড মেরী। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি, আবু হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়