আলামিন শিবলী: মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুই মামলায় ১৩৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতে হাজির হয়ে আবেদনের পর বুধবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সমকাল, ঢাকা পোস্ট
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, মো. কামাল হোসেন ও রোকনুজ্জামান সুজা।
গত ২২ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি আলাদা মামলা হয়। এসব মামলায় ১ হাজার ৩৬৫ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে বিএনপির নেতাকর্মী ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি আছেন। দুটি মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়। সংঘর্ষে দলটির নেতাকর্মী, সাংবাদিক, পুলিশসহ প্রায় ৮০ জন আহত হন। তাঁদের মধ্যে মুক্তারপুর ওয়ার্ড যুবদলের কর্মী শাওন খান (২২) মারা যান। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী দুটি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন।