ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘এনসিপিরে বরণ করো শাপলা কলির মালায়’ শিরোনামের এই থিম সংটি প্রকাশ করা হয়।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে থিম সংটি শেয়ার করা হয়।
এদিকে শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চাইতে ১২ দিনব্যাপী নির্বাচনি পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। একই সঙ্গে ১০-দলীয় ঐক্যের প্রার্থী এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাবেন দলটির নেতাকর্মীরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে পদযাত্রা শুরু হবে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ২৪টি জেলা ঘুরে ঢাকায় এসে এ কর্মসূচি শেষ করবে দলটি। নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ২৩৮টি আসনে দলীয় প্রতিনিধির নাম ঘোষণা করেছে এনসিপি।