নির্বাচন কমিশনে (ইসি) একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তার ও পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কা প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। চলমান কর্মসূচির মধ্যেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে আলোচনা করতে ইসির ভবনে গিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
রবিবার (১৮ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কার্যালয়ে আসেন তারা।
এদিকে, নির্বাচন ভবনের সামনের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ বিভিন্ন থানা পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।
ইসির সঙ্গে আলোচনা প্রসঙ্গে ছাত্রদল সভাপতি রাকিব বলেন, “ইসির তরফ থেকে আমাদের আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়েই আমরা এখানে এসেছি।”
এর আগে সকালে ছাত্রদল সভাপতি বলেন, “আজকের মূল ইস্যু হচ্ছে, আমরা দেখলাম ব্যালট পেপার নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব বিস্তার করে এই ধরণের কর্মকাণ্ড ঘটিয়েছে। ইসির প্রত্যক্ষ ইন্ধনে ও মদদে এই কর্মকাণ্ড ঘটিয়েছে তারা। যদিও তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন এবং হল নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের মতো আবারও আমাদের এখানে হেও প্রতিপন্ন করা হচ্ছে। এক্ষেত্রেও তারা (ইসি) ভূমিকা পালন করেছে। আর এই টোটাল বিষয়টি হচ্ছে বিশেষ একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ইচ্ছার প্রতিফলনে।”