শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘একাত্তর বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না’: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে তাঁরা সাক্ষাৎ করেন।

এ সময় তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না। সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার, বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রথমে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিএনপির পক্ষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাম গণতান্ত্রিক জোটের পক্ষে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

এ সময় তারেক রহমান আরও বলেন, ‘একাত্তরের চেতনা, নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সমাজে আস্তিক-নাস্তিক, বিশ্বাসী-অবিশ্বাসী বা সংশয়বাদী-সবাই থাকবে। সবাইকে নিয়ে আমরা একটি উদার গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চাই।’ সাক্ষাৎ শেষে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘মূলত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা জানাতে এবং শোকবইয়ে সই করতে আমরা এখানে এসেছিলাম। পরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।’ তিনি বলেন, তারেক রহমান বলেছেন, আমাদের বিরোধী দল থাকবে। আপনাদের সঙ্গে হয়তো অনেক বিষয় আমাদের মতপার্থক্য আছে, থাকবে কিন্তু আবার দেশের প্রশ্নে জনগণের প্রশ্নে সেগুলো নিশ্চয়ই বিনিময় করব। মাঝেমধ্যে আপনাদের পরামর্শ থাকলে আমাদের দেবেন। আমরা যেটা গ্রহণ করার, সেটা করব। এরকম যে একটা সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে উঠুক। এমন একটা পলিটিকাল কালচার গড়ে তোলা দরকার, যেখানে রাজনৈতিক সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, ফিলোসফিকাল টলারেন্স যেটা গণতন্ত্রের একটা পূর্বশর্ত এবং সেখানে একটি সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া সেগুলোর কথা বললাম।’ বজলুর রশীদ আরও বলেন, ‘আমরা বলেছি, একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি যেন বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে না পারে। অথচ জামায়াতে ইসলামী বলছে, তারা জাতীয় সরকারে থাকবে।’ জবাবে তারেক রহমান বলেন, ‘আমাদের এই বিষয়ে কোনো কথা হয় নাই। বাইরে তারা এটা বলছে। আমাদের সঙ্গে এখানে এই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। তারা শুধু বলেছে যে দেশের প্রশ্নে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সেখানে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটুকু কথা হয়েছে।’

গণসংহতি আন্দোলনের নেতাদের বৈঠক : গতকাল দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এ সময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে গণসংহতি আন্দোলনের নেতারা বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা জানান। পাশাপাশি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

নাগরিক ঐক্য : বিকালে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ ছাড়াও তাঁদের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে শোকবইয়ে স্বাক্ষর করেন। ডা. মুস্তাফিজুর রহমান ইরান তাঁর প্রতিনিধিদল নিয়ে তারেক রহমানের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। সূত্র: নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়