মনিরুল ইসলাম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত দীর্ঘ স্ট্যাটাসে তিনি দেশ-বিদেশের সব শুভানুধ্যায়ী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অংশীজনদের প্রতি ধন্যবাদ জানান।
তারেক রহমান লেখেন, তিন দিনের রাষ্ট্রীয় শোকে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত মানুষের ভালোবাসা, সমবেদনা ও দোয়া তাঁদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ বহন করতেন—অনেকের কাছেই তিনি ছিলেন আপসহীনতার প্রতীক ও সাহসের প্রেরণা।
তিনি অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁদের নেতৃত্ব ও সমন্বয়ের কারণেই স্বল্প সময়ে মর্যাদাপূর্ণভাবে সব আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে। পাশাপাশি প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র, কূটনীতিক, আন্তর্জাতিক অংশীদার ও বিভিন্ন দেশের নেতাদের সহমর্মিতার কথাও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সম্মানসূচক গার্ড অব অনারকে তিনি খালেদা জিয়ার জীবন ও অবদানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধার নিদর্শন বলে উল্লেখ করেন।
তিনি আরও লিখেন, জনসম্মুখে না থেকেও যারা নীরবে দায়িত্ব পালন করে পুরো প্রক্রিয়াকে সফল করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রাপ্য।
সবশেষে বাংলাদেশের মানুষের প্রতি গভীর অভিবাদন জানিয়ে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমবেত হওয়া গণমানুষের সহমর্মিতা ও মানবিক আবেগের প্রতিফলন। তিনি লিখেন,
“এই সময়ে যারা আমাদের পাশে ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সংহতি আমাদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে—আমরা তা কৃতজ্ঞতার সঙ্গে আগামীর বাংলাদেশে বয়ে নিয়ে চলব, ইনশাআল্লাহ।”