শিরোনাম
◈ টি-টোয়েন্টির বিধ্বংসী ওপেনার আমিরা‌তের ওয়া‌সিম‌কে দলে নি‌লো রাজশাহী ওয়া‌রিয়র্স ◈ ৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো  ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:২৪ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট

স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টে তিনি লিখেছেন, যে মানুষটি আমাকে সবচেয়ে বেশি সাহস দিয়েছে, আমার দুই মেয়েকে মানুষের মতো মানুষ করেছে, তিনি আমার স্ত্রী। আজ তাকে পাশে রেখে, আমার নেতাকর্মীদের নিয়ে নোমিনেশন পেপার সাবমিট করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা লিখেন তিনি। 

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল আরও লেখেন, আমি রাজনীতি করছি ছাত্রাবস্থা থেকে। আমার রাজনীতির একটাই লক্ষ্য ছিল এবং আছে—সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এ লক্ষ্যে নিজের পরিবার রেখে ঠাকুরগাঁও এ থেকে মানুষের জন্য কাজ করেছি। আমার নিয়ত আল্লাহ জানেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। তবে আমার এ দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমার যা কিছু অর্জন, তা আপনাদের সমর্থনে ও দোয়ায় এবং আল্লাহর রহমতে। 

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা রিটার্নিং অফিসার ইশরাত ফারজানের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়। তিনি বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা তা প্রতিষ্ঠা করতে চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়