মনিরুল ইসলাম : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দেশে আগমন ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়স্থ জাসাস কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি'র অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি'র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি'র সদস্য সচিব জাকির হোসেন রোকন।
সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন জাসাস কেন্দ্রীয় কমিটি'র যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, জাবেদ আহমেদ কিসলু, ফারহানা চৌধুরী বেবী, এ্যাড. ফরহাদ হোসেন নিয়ন, জাসাস ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম স্বপন, জাসাস কেন্দ্রীয় সদস্য এ্যাড. মোঃ আমিনুল হক, জাকির হোসেন আখের, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহিনুর আবেদীন, ইঞ্জি. মঞ্জু মিয়া, শাহ মোঃ বিল্লাল হোসেন, শাকিল আহমেদ, আতাউর রহমান চৌধুরী, মোঃ মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, টাইগার সোহেল, দফতরের দায়িত্বে-মোঃ মিজানুর রহমান, আশরাফুল ইসলাম দিপু, শফিকুল হাসান রতন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১. বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দেশে আগমন উপলক্ষে স্বাগতম জানানোর জন্য দলীয় নির্দেশনা অনুয়ায়ী কেন্দ্রীয় জাসাসসহ জাসাস এর সকল মহানগর, জেলা, উপজেলা, থানা/ পৌরসভাসহ সকল ইউনিট নিজ নিজ জেলা / মহানগর বিএনপি'র সাথে জাসাস এর ব্যাণারসহ (সরবরাহকৃত ব্যাণার ডিজাউন) ঢাকায় অবস্থান করবেন এবং আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে ঢাকা মহানগরে স্বাগতম, শুভেচ্ছা জানিয়ে গানের মাধ্যমে প্রচারণা করা হবে।
২. আগামী ২৭ ডিসেম্বর, ২০২৫ জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসাস কেন্দ্রীয় ভাবে সকাল ৬ টায় দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯:৩০ টায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর শেরে-বাংলা নগরস্থ মাজারে কোরআন খতম, দোয়া ও পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হবে।
৩. কেন্দ্রীয় জাসাস এর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া এবং জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে আলোচনা সভা, র্যালি অনুষ্ঠান করা হবে (স্থান ও সময় পরে জানানো হবে)।
৪. সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসাস এর সকল মহানগর, জেলা, উপজেলা, থানা/ পৌরসভাসহ সকল ইউনিটে সুবিধাজনক সময়ে দোয়াসহ আলোচনা সভা, র্যালি, শীতবস্ত্র বিতরণ ইত্যাদি কর্মসূচি পালন করবে।