শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি জনগণের দল, দয়া করে পানি ঘোলা করবেন না: মির্জা ফখরুলের হুঁশিয়ারি

মনিরুল ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অনেক শিশু ও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। আবার সেই অন্ধকারে ফেরার চেষ্টা চলছে—যারা এমন চক্রান্তে লিপ্ত, তাদের মনে রাখতে হবে বিএনপি কোনো ভেসে আসা দল নয়। বহু হামলা, মামলা, কারাভোগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। বিএনপি জনগণের দল—দয়া করে পানি ঘোলা করবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না। বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে।”

আজ বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের মুনসী মেহেরউল্লাহ ময়দানে (টাউন হল মাঠে) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, “টালবাহানা না করে দ্রুত নির্বাচনের সময়সূচি ঘোষণা করুন। তা না হলে ব্যর্থ সরকার হিসেবে আপনাদের চিহ্নিত হতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তারা ঘেরাও কর্মসূচির নামে দেশকে আবারও অস্থিতিশীল করতে চায়, ফ্যাসিবাদের হাতে তুলে দিতে চায়—কিন্তু জনগণ তা কখনো মেনে নেবে না।”

সংস্কার কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “৮৩ কোটি টাকা খরচ করে কমিশন সভা করেছে, আমরা মতামত দিয়েছি। ১৭ অক্টোবর সংসদ প্লাজায় সংস্কার প্রস্তাব পাস হয়েছে। কিন্তু উপদেষ্টা মণ্ডলীর পর আসিফ নজরুলের মন্তব্যে মনে হচ্ছে, রাজনৈতিক দলগুলো যেন তাদের হাতের পুতুল।”

তিনি বলেন, “যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা স্বাক্ষরিত, বাকি বিষয়গুলো সংসদে সমাধান হবে। তাই দ্রুত নির্বাচন আয়োজন করুন।”

মির্জা ফখরুল আরও বলেন, “৭ নভেম্বর আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। দেশপ্রেমিক সেনাবাহিনী ও জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। আজও যারা দেশ ধ্বংসের চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক টিএস আউয়ুব, বিএনপি নেতা সাবিরা সুলতানা মুন্নি, আবুল হোসেন আজাদ, ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

সভায় মির্জা ফখরুল যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলার ছয়টি আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়