শিরোনাম
◈ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, সমাধান যেভাবে ◈ দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি ◈ এবার সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘকে অকার্যকর ঘোষণা ট্রাম্পের ◈ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ◈ ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি ◈ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতিসংঘ মহাসচিবের ◈ এক নারী ও তার দুই স্বামীর প্রকাশ্যে রশি টানাটানি, থানা চত্বরে হৈ,চৈ কান্ড! ◈ খেলনা শিল্পে সম্ভাবনা ও চ্যালেঞ্জ, রপ্তানি বেড়েছে ৪০০ শতাংশের বেশি, রপ্তানি শুল্ক কমানোর প্রস্তাব ◈ নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি: বিএনপি নেতা ফজলুর রহমান

‘ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি’— এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

বিএনপি মহাসচিবসহ রাজনীতিকদের নিউইয়র্ক সফরের প্রতিক্রিয়ায় মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখে না।

ফজলুর রহমান বলেন, সারা দেশের গুঞ্জন কিন্তু একসঙ্গে কানে আসে। মানুষ কিন্ত জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না। কারণ ইউনূস একটা সরকার চালান। এক বছর আগে ইউনূসের যে সুনাম ছিল এখন তা নেই। এখন তিনি সবচেয়ে তলানিতে আছেন। এই তলানির যে ময়লাটা, দুর্নামটা নেওয়ারতো আমার কোনো দরকার নাই। বিএনপির মহাসচিব যাবেন কেন? জামায়াতের আমির বা মহাসচিব তো যান নাই।

তিনি বলেন, এরকম একটা ছেলের (এনসিপির সদস্য সচিব আখতার হোসেন) সঙ্গে উনি (বিএনপি মহাসচিব) সেইম প্রোটোকলে যাবেন কেন? যে ছেলেটার পার্টিটার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। এনসিপির একটা ছেলের সঙ্গে কেন যাবেন উনি? 

ফজলুর আরও বলেন, ‘মানুষ কিন্তু বোঝে যে বিএনপি কী এতই অসহায় হয়ে গেছে? যে না গেলে একদম ক্ষমতা পামু না... যে যাই দেখি স্যারে যদি একটু দয়া করে। এটা মানুষ মনে করে। আমি কী মনে করি এটার কিছু আসে যায় না। আমি বলবো রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এটা বড় সাংঘাতিক জিনিস।’ সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়