মনিরুল ইসলাম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং বলেছেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য জনগণ রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে। আগামী জাতীয় নির্বাচন নজির সৃষ্টিকারী নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।
আজ বৃহস্পতিবার সন্দ্বীপ বিএনপি’র পার্টি অফিসের সামনে থেকে সেনের হাট হয়ে এনাম নাহার পর্যন্ত বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিস্ট হাসিনা দেশকে নরকের রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে তেনজিং বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি-ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দিবে, তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি বলেন, যতগুলো সংস্কার হয়েছে তার সিংহভাগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। ৬০০’র ওপরে সংস্কার মানা হয়েছে মাত্র কিছু সংখ্যক সংস্কারে সমস্যা আছে, ওইটাও মিটে যাবে। এতগুলো মানার পরে তারা যদি বলে পিআর পদ্ধতি, গণভোটের পদ্ধতি এগুলো চরমভাবে বাড়াবাড়ি। বাংলাদেশের মনুষ গণতন্ত্রের জন্য লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না।