শিরোনাম
◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী ◈ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান

মনিরুল ইসলাম : আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

তারেক রহমান বলেন, “বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য বিশাল সুযোগ। সারাদেশের হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের কাছে আহ্বান জানাচ্ছি—আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন ও সক্রিয় সহযোগিতা করুন।”

তিনি আরও বলেন, “আমি ও বিএনপি বিশ্বাস করি—দল-মত, ধর্ম-দর্শন যার যার, কিন্তু রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”

তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত বাংলাদেশে যারা মনে করছে, সুষ্ঠু নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে, তারা নানা অপকৌশল ও শর্তের বেড়াজাল তৈরি করছে। আমি তাদের বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন, জনগণের শক্তির ওপর বিশ্বাস রাখুন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করতে চাই। স্বাধীনতা আমাদের দিয়েছে ভূখণ্ড, দিয়েছে স্বাধীন সত্তা। একইসঙ্গে স্মরণ করতে চাই ২৪ জুলাই-আগস্টের শহীদদের, যারা গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিলেন। আজকে ষড়যন্ত্র হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার—এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “আজ নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এ উগ্রবাদকে প্রতিহত করতে হবে। বিভক্তির রাজনীতি নয়—বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়