মনিরুল ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে গণতন্ত্রের সংকট দেখা যাচ্ছে, সকলে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘এখানে ড. মঈন খান বলেছেন, সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ-সর্তক থাকতে হবে।আজকে গণতন্ত্র উত্তরণের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের আরও সজাগ হয়ে আরও সর্তকতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, আমার বিশ্বাস আমাদের তরুন নেতা যিনি আজকে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্নকে দেখিয়েছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করব, বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব।
ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান-২০২৪ : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এই অনুষ্ঠান সভায় তিনি এসব কথা বলেন৷
তিনি বলেন, আজকে আমি আমার নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ রাখতে চাই, নির্বাচনের পরে আপনি যদি সরকার গঠন করেন জনগণের সমর্থনে তাহলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো যে পরিবারগুলো তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে তাদের পূনর্বাসনের ব্যবস্থা করাটা আমাদের প্রথম কাজ হবে।
সেই সঙ্গে আমরা আরেকটা প্রস্তাব রাখতে চাই,এখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর আছেন, শিক্ষার্থীরা আছে, আমরা আছি… শুধু কথায় নয়, আসুন আমরা এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি যে ফান্ডের মধ্য দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। এটাই আমরা তাদের জন্য সত্যিকার অর্থে কাজ করতে হবে।