শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংসদীয় শিল্পী ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসার দাবি ফখরুলের, প্রয়োজনে বিদেশে পাঠানোর আহ্বান

মনিরুল ইসলাম: প্রখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার সর্বোচ্চ চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (আয়শা মেমোরিয়াল) আইসিইউতে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “ফরিদা পারভীন লালনসংগীতে অদ্বিতীয়। তিনি শুধু একজন শিল্পী নন, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তার চিকিৎসায় স্পেশাল মেডিকেল বোর্ড গঠন করে, প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এটা জাতির প্রত্যাশা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যেন ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এ ব্যাপারে হস্তক্ষেপ করেন, সেই অনুরোধ জানাই।”

৭০ বছর বয়সী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ৫ জুলাই সকালে তাকে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়।

শিল্পীর শয্যার পাশে দাঁড়িয়ে মির্জা ফখরুল চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেন এবং করণীয় সম্পর্কে জানতে চান। এ সময় তিনি সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ফোনে কথা বলেন এবং শিল্পীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিল্পী পরিবারকে বিশেষ সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, সহ-সম্পাদক সাঈদ সোহরাব, জাসাস সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়