শিরোনাম
◈ বৃষ্টি কত দিন হবে, জানাল আবহাওয়া অফিস! ◈ যে কারণে আটকে গেল চার বিমানবন্দর সম্প্রসারণ কাজ! ◈ যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে ◈ কুমিল্লার মুরাদনগরে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ ◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০২:০১ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন চাই: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ে অনড় অবস্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান প্রণয়ন, পরে নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান ছাড়া কোনও নির্বাচনে অংশ নেবে না এনসিপি। নতুন সংবিধান প্রণয়ন করতে জনগণকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে পঞ্চগড়ে জুলাই পদযাত্রা শেষে শহরের চৌরঙ্গী মোড়ের টুনিরহাট-পঞ্চগড় সড়কে পথসভায় এসব কথা বলেন তিনি। জেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথসভাটি অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে সরাতে সক্ষম হয়েছি। এখন আমরা নতুন রাজনীতির জন্য সংগঠিত হচ্ছি। আমরা রাজপথে আছি এবং জনগণের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছি।’

ভারতের ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনো দেখছি ভারত থেকে নিরীহ মানুষদের বাংলাদেশে পুশইন করা হচ্ছে। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। যদি কাউকে পুশইন করতেই হয়, তাহলে হাসিনা ও তার সঙ্গীদের করুন। আমরা তাদের বিচারের আওতায় আনবো।’

তিনি আরও বলেন, ‘আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। নির্বাচনের আগেই আমরা জুলাই গণঅভ্যুত্থানের বিচার, রাষ্ট্রের প্রয়োগিক সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করবো।’

আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সেই জনসভায় আমরা জুলাই সনদ ঘোষণা করবো।’

পথসভায় দলের সহ-সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, ‘খুনি হাসিনা ফেরাউনের মতো অত্যাচারী ছিলেন। আমরা তার পতন ঘটিয়েছি। ভবিষ্যতে যেন ফেরাউনের মতো কোনো শাসক আর ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

এর আগে বিকেলে পঞ্চগড় স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরে বাংলা চত্বরে এসে শেষ হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়