শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০১:৩৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর: শহিদদের স্মরণ ও রাজনৈতিক বার্তা দেবে এনসিপি

‘জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। রবিবার (২৯ জুন) বেলা ১১টায় বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 

মাসব্যাপী কর্মসূচিতে আগামী ১ জুলাই রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ৩০ জুলাই সারা দেশে পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এই সময়ে শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের খোঁজ খবর নেবেন। এরপর ঢাকায় ফিরবেন তারা।

শহিদ আবু সাঈদের শাহাদাৎ দিবস ১৬ জুলাইকে ‘বৈষম্যবিরোধী শহিদ দিবস’ হিসেবে পালন করবে এনসিপি। এতে আবু সাঈদসহ অন্যান্য শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

এছাড়া ৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস’ পালনের ঘোষণা দিয়েছে দলটি। নাহিদ ইসলাম বলেন, ‘যেহেতু সরকার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে।’

স্বৈরাচারের মুক্তির দিনে ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন। সেদিন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।

মাসব্যাপী এ কর্মসূচির আহ্বায়ক এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্ম আহবায়ক অনিক রাজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়