শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চীন সফরে তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করলো বিএনপির প্রতিনিধি দল — বাণিজ্য, উচ্চশিক্ষা ও হাই-টেক খাতে সহযোগিতার আশ্বাস

মনিরুল ইসলাম: চীন সফরের তৃতীয় দিনেও (বুধবার) ব্যস্ত সময় পার করেছে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি সানঝি প্রদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং সানঝি প্রদেশ পিপলস কংগ্রেসের চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও ইয়েডি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা ও হাই-টেক প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন ঝাও ইয়েডি। পরে প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন তিনি।

এর আগে, সফরের দ্বিতীয় দিনে (মঙ্গলবার) বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও। বৈঠক শেষে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিপিসির পক্ষ থেকে বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়েছে।

লি জিয়াং ঝাও এক চীন নীতি বিষয়ে বিএনপির স্পষ্ট অবস্থানকে স্বাগত জানান। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’–কে ‘বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে এক যুগান্তকারী উদ্যোগ’ হিসেবে প্রশংসা করে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। দলের পক্ষ থেকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ানের আয়োজনে এক মধ্যাহ্নভোজে অংশ নেয় বিএনপি প্রতিনিধি দল।

গত সোমবার শুরু হওয়া এই সফরে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন—মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়