শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ০১:৩৬ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তারা হলেন- এনসিপির ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও এনসিপির শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম। তারা কান ও চোখে আঘাত পেয়েছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ রানা বলেন, রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ার (দলীয় কেন্দ্রীয় কার্যালয়) থেকে আখতার হোসেন বের হয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা।
তিনি বলেন, সাদা রঙের একটি প্রাইভেটকারে থেকে ককটেল ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ আসে। এর আগে রবিবার রাতেও এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ট তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।

যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ রানা বলেন, আখতার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাত সাড়ে ১০ টার দিকে বিক্ষোভ মিছিল করা হয়। 

এ ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, রূপায়ণ টাওয়ারের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছাকাছি আমাদের পুলিশের একটি টিম ছিল। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেছে। তবে প্রাথমিকভাবে এটা ককটেল, নাকি পটকাজাতীয় কিছু, তা নিশ্চিত নয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে সেটি নিক্ষেপ করা হয়েছে কি না এবং কারা এটা করেছে, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তা সংগ্রহ করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে, সেজন্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়