শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি, নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে আগমন উপলক্ষে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। তিনি লেখেন, কাতারের আমিরের পাঠানো 'রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে' করে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া দেশে পৌঁছাবেন। একই সময় এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার উদ্দেশে বের হবে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের প্রতি বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাতে অবস্থান নেওয়ার অনুরোধ জানাচ্ছি, কিন্তু সড়কে যেন কেউ না নামেন।

তিনি আরও লেখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অনুরোধ করছি— কেউ যাতে সড়কে না নামতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

উল্লেখ্য, লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ও তাঁর সফরসঙ্গী মিলিয়ে মোট ১৪ জন একযোগে দেশে ফিরবেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার আগে সোমবার লন্ডন সময় বিকেল সাড়ে ৪টায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মাঝপথে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘণ্টার বিরতি থাকবে, যেখানে এয়ার অ্যাম্বুলেন্সটিতে জ্বালানি নেওয়া হবে। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেবে।

খালেদা জিয়ার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তাঁর দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। আরও থাকবেন তাঁর মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বাফুফে সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সহকারী মাসুদুর রহমান, ব্যক্তিগত সহকারী দিলারা মালিক, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রুপা শিকদার। এছাড়াও রয়েছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ডা. জাফর ইকবাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়