শিরোনাম
◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফিরোজায় সব প্রস্তুত, মঙ্গলবার ঢাকায় ফিরছেন খালেদা জিয়া

মনিরুল ইসলাম: গুলশানের ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’—এই বাড়িতেই থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়িটি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে তার আগমনের জন্য। চারদিক দেয়ালঘেরা এই বাড়ির সামনে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত কক্ষ। পালাক্রমে পাহারা দিচ্ছেন পুলিশ ও চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ)-এর সদস্যরা।

বাসার ভেতরের সব কক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সামনের সবুজ আঙিনা সাজানো হয়েছে ফুলের টবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, “ম্যাডামের বাসা কমপ্লিটলি রেডি। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা, সব কিছুই প্রস্তুত। ম্যাডামের স্বজনরা বিষয়টি তদারকি করেছেন। এখন আমরা সবাই তাঁর ফেরার অপেক্ষায় আছি।”

লন্ডন থেকে খালেদা জিয়া তাঁর দুই পুত্রবধূ—জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানকে সঙ্গে নিয়ে ফিরছেন। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, সোমবার (স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে) কাতারের আমিরের দেওয়া রাজকীয় বিমানের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করবেন তিনি। ফ্লাইটটি প্রথমে দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রাত আড়াইটায় পৌঁছাবে।

তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দরে নিয়ে যাবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “উনি (ম্যাডাম) আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। তাঁকে অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়