শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:৪৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু—এই পরিচয়ের ঊর্ধ্বে উঠে, সবার অংশগ্রহণে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।”

আজ মঙ্গলবার রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করে আগামী দশকে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলা আমাদের লক্ষ্য। পাশাপাশি, শিক্ষা ব্যবস্থায় মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক ও নেতৃত্বসক্ষম তরুণ সমাজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সুদৃঢ় ঐক্য বজায় রেখে, সকল অশুভ শক্তিকে পরাজিত করতে হবে। ইস্পাত-কঠিন ঐক্যই আমাদের এগিয়ে নিয়ে যাবে।”

তিনি দাবি করেন, “যখন দেশে কেউ কথা বলার সাহস পায়নি, তখনই বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছিল। আমরা রাজপথেই স্বৈরাচারের ফয়সালা চাই। রাজনীতিতে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে, সক্রিয় হয়েছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা—তাদের মোকাবেলায় ঐক্য ছাড়া কোনো পথ নেই।”

তারেক রহমান বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির ৭০ ভাগই হয়েছে বিএনপির শাসনামলে। বিএনপি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে ৩১ দফা বাস্তবায়ন নিশ্চিত করা হবে।”

এর আগে কর্মশালায় অংশগ্রহণকারী গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়