শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও)

নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা।

আবদুল হান্নান মাসউদ এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে তার পথসভায় হামলার ঘটনা  ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা মিছিল নিয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে বাংলামোটরে ফিরে আসেন।

বিক্ষোভকারীরা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর দায় দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে মাসউদের পথসভায় হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

জানা গেছে, সোমবার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন আবদুল হান্নান মাসউদ। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার পথসভায় বাধা দেয় ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান নেন।

এদিকে পথসভায় বাধা ও হামলার ২ ঘণ্টার মাথায় অবস্থান কর্মসূচিতেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় দফার হামলায় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে আব্দুল হান্নান মাসউদসহ কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়