শিরোনাম
◈ রেলওয়ে যন্ত্রাংশ কেনাকাটায় স্থবিরতা কাটেনি সিসিএস দপ্তরে ◈ যুদ্ধ থামাতেই চাইছে না ইসরায়েল, ইরানকে ছেড়ে এবার সি‌রিয়ায়, ভে‌ঙে দি‌লো সামরিক সদর দপ্তর ◈ যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে চুরি করে ধরা খেলেন ভারতীয় নারী! (ভিডিও) ◈ সৌদি আরবে মুদি দোকান ও কিয়স্কে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ! ◈ দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রাণঘাতী রোগ, কাজ করছে না ওষুধও ! নতুন সমীক্ষায় আশঙ্কা চরমে ◈ বাংলাভাষীদের টার্গেট করে অভিযানের ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট, কেন্দ্রকে হলফনামা জমার নির্দেশ ◈ অন্তরঙ্গ ভিডিও দেখিয়ে ব্ল‍্যাকমেইল করে টাকা নেন, চাঁদা না পেয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছিলেন সোহাগ ◈ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতি,গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি ◈ ৩০ বছর পর ফুটলো পদ্ম, ফিরে এল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবিকার আশ্বাস ◈ গোপালগঞ্জে সংঘর্ষের পর সুনসান নীরবতা, কারফিউর মধ্যে থমথমে পরিস্থিতি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এই দেশটা আমার বাপের শুধু নয়, সবার বাপের দেশ : মির্জা আব্বাস

মনিরুল ইসলাম  : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই দেশটা আমার বাপের শুধু নয়, আমাদের সবার বাপের দেশ।

তিনি বলেন, দাদার দেশ বলেই বাংলাদেশ আমার পিতার দেশ৷  পিতার দেশ বলেই এটা আমার দেশ।আমার দেশ বলে এটা আমার ছেলে- নাতির দেশ।

সোমবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধ করেছি। দেশকে স্বাধীন করেছি। আজ কোন কিছু বললেই দেশে ও দেশের বাইরে কেউ কেউ নানাভাবে সমালোচনা করে।এরা বিএনপির মহাসচিব ও আমার নামে নানা কুৎসা রটাচ্ছে। আমাদের নোংরা ভাষায় গালিগালাজ করছে। এটা আমার  বাপের দেশ কিনা তা নিয়েও প্রশ্ন তুলছে। 

তিনি বলেন, আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে এসব বক্তব্যের ব্যাপারে জবাব দেওয়া প্রয়োজন।

তিনি কারও নাম না উল্লেখ করে দেশটা কারও বাপের না বক্তব্যের জবাব দেন। বলেন, আমি কোন বক্তব্য দিকেই না পরিবর্তন করে উল্টে বক্তব্য প্রচার করে। 

তিনি বলেন, ৫ তারিখের আগের যে পরিস্থিতি ছিলো সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে এই দেশের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে-বিদেশে বহু বিদগ্ধ কাজ করছে। গত দুইদিনের ঘটনা যদি আমরা দেখি বহু কিছু বেরিয়ে আসবে। বিষয়টা এতো সহজ না।

মির্জা আব্বাস বলপন, আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করেন আরেকজন লোক বিদেশে বসে রাগ করেন। মনে হয়,নির্বাচনের কথা আমি বলেছিলাম… আমরা কথা বলার ৭দিন পরে গতকাল পরশু কয়েকটা রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। আমি কি ভুল বলেছিলাম? সবাই কমবেশি দ্বিমত পোষণ করেছে। আমি মুখে বলেছিলাম, আপনাদের সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এর প্রেক্ষিতে আমার জ্ঞাতি-গোষ্ঠি তুলে গালি-গালাজ করেছে।অবাস্তব কিছু একটা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়