শিরোনাম
◈ আকবরের সেঞ্চুরি কা‌জে আস‌লো না, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ১০ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দেশ   ◈ শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ স্ক্যাবিস থেকে বাঁচার উপায়, সতর্ক হন এখনই! (ভিডিও) ◈ ঢাবি ছাত্র সাম্যকে কীভাবে হত্যা করা হয়েছে, সেই বর্ণনা দিয়েছে পুলিশ ◈ রাজনীতির পালাবদলে বিপাকে তারকারা: গ্রেফতার, মামলায় জর্জরিত অর্ধশতাধিক শিল্পী ◈ নানা বৈষম্যে চাকরি ছাড়ছেন পেট্রোবাংলার কর্মকর্তারা! ◈ টিউলিপকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি: দুদক চেয়ারম্যান ◈ সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকের মৃত্যুর পর বিস্ময়কর দাবি ◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫, ১০:১৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দুরভিসন্ধিমূলক: প্রিন্স

মনিরুল ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা  দুরভিসন্ধিমূলক। রাজনৈতিক ফয়দা লাভের জন্য বিভিন্ন অযুহাতে নির্বাচন প্রলম্বিত করলে সঙ্কট আরও ঘনিভূত হবে, ছাত্র-গণ অভ্যূত্থানের আকাঙ্খা-চেতনা ষড়যন্ত্রের চোরাবালিতে ডুবে যেতে পারে।

তিনি আজ  মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যৌথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, কঠিন ও জটিল পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে উদ্ধারে এবং  বিরাজমান সঙ্কট দূর ও রাষ্ট্র মেরামত করতে অতি দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নাই। 

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ৩ মাস নয়, আমরা  যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি।কিন্তু ৫ মাস পেড়িয়ে গেলেও সংস্কার ও নির্বাচনী কার্যক্রম জন প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। উপরন্তু জনসমস্যা নিরসন না হওয়ায় জনদূর্ভোগ বেড়েছে, একই সাথে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির দোসরদের ষড়যন্ত্রও বেড়েছে।দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অভিপ্রায়ে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুলাই,আগস্টের মধ্যে নির্বাচন দাবীর প্রেক্ষিতে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমালোচনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন ,বিএনপি মহাসচিব জনগণের পালস জেনে যথার্থই  জুলাইয়ে নির্বাচনের দাবি তুলেছেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচন চাওয়া মানেই শুধুই ক্ষমতার স্বপ্ন দেখা নয়।রাজনৈতিক দলতো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করবেই। এটা দোসের কিছু নয়। আর যারা বিভিন্ন অযুহাতে নির্বাচন প্রলম্বিত করে দেশকে জনপ্রতিনিধিহীন রাখতে চান ,তারা নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হতে চান। অতি দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জুলাইয়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ ও জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে চায়, নির্বাচিতের শাসনের মাধ্যমে দেশের মালিকানা  জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়, ভঙ্গুর রাষ্ট্র কাঠামো মেরামত করে সাম্য,মানবিক ও ন্যায় ভিত্তিক বৈষম্য বিহীন রাষ্ট্র গড়তে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়