মাজহারুল মিচেল, বিধান ভৌমিক (নোয়াখালী): [২] চারদিনের সফরে আসা জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার (১০ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনে যান।
[৩] ওইদিন বেলা পোনে ১১টায় হেলিকপ্টার যোগে জাতিসংঘের দলটি বুড়িরচর ইউনিয়নে বিদ্যুৎ অফিস মাঠে পৌঁছে। সেখানে তাদেরকে হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরশেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকিসহ প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান।
[৪] চেয়ারম্যান মাহবুব মোরশেদ লিটনের বরাদ দিয়ে আমাদের প্রতিনিধি জানান, বেলা ১১টায় প্রতিনিধি দলটি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সেলিম বাজার বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন জেলে পরিবারের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। সাড়ে ১১টায় স্থানীয় বিদ্যুৎ অফিসের কনফারেন্স হলে উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
[৫] ইউএনও সুরাইয়া আক্তার লাকি বলেন, মুলত জেলেদের জীবনমান দেখতে এসেছে হাতিয়ায় জাতিসংঘের প্রতিনিধি দল। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের জেলেদের কি কি সমস্যা হচ্ছে তা দেখতে এসেছেন তারা।
[৬] সফরকালে কর্মকর্তারা জেলেদের জীবনমানের উন্নয়ন, পর্যটন শিল্পের প্রসার, জেলে পরিবারের নারীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টির উপর গুরুত্বারোপ করেন বলে তিনি জানান।
[৭] ইউএনও লাকি জানান, দুপুর পৌনে ১২টায় তারা ভাসানচরের উদ্দেশ্যে হাতিয়া ত্যাগ করেন।
[৮] নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দুপুরে দলটি ভাসানচরে পৌছলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তাদের স্বাগত জানান। এরপর সেখানে প্রায় ২ ঘন্টা জাতিসংঘের পরিচালিত বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের খোজ খবর নেন। পরে দুপুর সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।
[৯] জাতিসংঘের কমিউনিকেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, প্রতিনিধি দলটি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কক্সবাজার গিয়ে পৌঁছে। ওইদিন রাতে স্থানীয় একটি হোটেলে রাত্রি যাপন করেন তারা।
[১০] তিনি জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল দশটা নাগাদ উখিয়া ক্যাম্পে যাবেন জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রম দেখতে। সেখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যায় বিমানযোগে ঢাকা উদ্দেশ্যে রওনা হবেন।
[১১] ওইদিন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজার পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
[১২] বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এ অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তার ১২ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
প্রতিনিধি/এমএম/টিএবি