শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে উঠবে সোনার টয়লেট, দাম শুনলে চমকে যাবেন

দেয়ালে টেপ দিয়ে আটকানো সেই কলার কথা মনে আছে? ‘কমেডিয়ান’ নামের সেই চিত্রকর্মটি নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। গত বছর নিউইয়র্কের সেই নিলামের খবর বিশ্বে তোলপাড় তোলে। এবার ‘কমেডিয়ান’-এর ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান তৈরি করেছেন সোনার টয়লেট।

‘আমেরিকা’ নামের এ টয়লেট নিলামঘর সদবিস নিলামে তুলতে যাচ্ছে। গত শুক্রবার নিলামঘর এ ঘোষণা দিলে আবারও আলোচনায় আসেন শিল্পী মরিজিও ক্যাটেলান। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও এনডিটিভির।

সদবিস জানিয়েছে, ১৮ নভেম্বর নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হবে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ১০১ দশমিক ২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) খাঁটি সোনা। যার দাম এখন প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মার্কিন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)। টয়লেটটির সর্বনিম্ন দর ধরা হয়েছে এর সোনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী।

এ টয়লেটেরই অনুরূপ একটি সংস্করণ ২০১৯ সালে ইংল্যান্ডের বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদ থেকে চুরি হয়ে যায়। ওই ঘটনাও বিশ্বজুড়ে ভাইরাল হয়।

তবে ক্যাটেলান অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে টয়লেটটি তৈরি করেছেন বলে জানান। তিনি বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’

সদবিসের নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান তার কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন। এটি শুধু শিল্পকর্মই নয়, একটি পুরোপুরি ব্যবহারযোগ্য টয়লেটও। ধারণা করা হচ্ছে, ‘কমেডিয়ান’ কলার মতো এবারও চমকে দেওয়া দাম হাঁকাবেন আগ্রহীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়