শিরোনাম
◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

জামায়াত সহায়-সম্বলহীন আর্ত-মানবতার পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে: মোবারক হোসাইন

মাসুদ আলম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চায়। জামায়াতে ইসলামী সহায়-সম্বলহীন আর্ত-মানবতার পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে কেউ উপকৃত হলে আমাদের শ্রমসার্থক হয়েছে বলে মনে করবো। 

মঙ্গলবার সকালে ঢাকা মহানগরী মোহাম্মাদপুর অঞ্চল জামায়াত আয়োজিত রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব জিয়াউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলানগর উত্তর থানা আমীর  আবদুল আউয়াল আযম, আদাবর থানা আমীর জনাব আল আমীন সবুজ, মোহাম্মদপুর উত্তর থানা আমীর আঃ হান্নান। বিশিষ্ট সমাজ সেবক জনাব মোস্তাক আহমদ, মোহাম্মদপুর উত্তর থানা সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।

তিনি আরও বলেন, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষের অধিকার ফিরে পেতে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জামায়াত সে ধরনের রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টায় শামিল হওয়ার জন্য আমি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় তিনি মোহাম্মাদপুর এলাকার অসহায় মানুষের মাঝে রমজানের উপহার স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়