শিরোনাম
◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার!

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৩:১০ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট অফিস থেকে যেসব কারণে ফিরে আসতে হতে পারে

পাসপোর্ট তৈরির সময় সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে অনেক সময় পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে। নিচে সাধারণ কিছু ভুলের তালিকা দেওয়া হলো, যেগুলোর জন্য পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হয়—

১. ভুল তথ্য প্রদান

নাম, জন্মতারিখ বা পিতামাতার নামের বানানে ভুল।
ঠিকানার সাথে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য নথির ঠিকানা মিল না থাকা।
শিক্ষাগত যোগ্যতা বা পেশার ভুল তথ্য প্রদান।
২. প্রয়োজনীয় নথির অভাব

বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপিসহ মূলকপি অবশ্যই সঙ্গে রাখতে হবে।

বর্তমান ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ, পানি বা গ্যাস বিলের যেকোনো একটির ফটোকপিসহ মূলকপি সঙ্গে রাখা আবশ্যক।

পাসপোর্ট নিবন্ধন ফর্মে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত (Married) হয়, তাহলে অবশ্যই বিবাহ সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। তথ্য যাচাইকারী কর্মকর্তা এটির কপি দেখতে চাইতে পারেন।
পাসপোর্ট নিবন্ধন ফর্মে যদি নির্দিষ্ট পেশা বা শিক্ষার্থী উল্লেখ থাকে তাহলে অবশ্যই ছবিযুক্ত পরিচয়পত্র (Identy Card) সঙ্গে রাখতে হবে।
৩. পাসপোর্ট ফি প্রদানে সমস্যা

ফি সঠিকভাবে পরিশোধ না করা বা জমার রসিদ না থাকা।
৪. পুরাতন পাসপোর্টের সঠিক তথ্য না দেওয়া (পুনর্নবীকরণ)

পুরাতন পাসপোর্ট জমা না দেওয়া বা সঠিক নম্বর প্রদান না করা।
পাসপোর্টের আবেদন ফরম পূরণের আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করুন এবং প্রয়োজনীয় নথিপত্র ও ছবির মান নিশ্চিত করুন। উৎস: ইত্তেফাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়