শিরোনাম
◈ আজ দুপুর ২টায় সারাদেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের ◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২২, ০৩:২৪ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই চেয়ারের মুখ কোন দিকে, জানতে দেখুন ভিডিও

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিভিন্ন রকমের অপটিক্যাল ইলিউশন, যা এখন মাঝে মাঝেই ভাইরাল হয়, তার সমাধান করতে গিয়ে অনেকেরই কালঘাম ছোটে। কী ভাবে সেই সমাধান বার করতে হবে, তা ভেবে তোলপাড় করেও উত্তর পাওযা যায় না। তেমনই এই ছবিটি। আপনার যদি মনে হয় এখন নতুন করে আপনার দৃষ্টি পরীক্ষা করার সময় এসেছে, তা হলে এই ছবিটি পরীক্ষা করে দেখতে পারেন। এ ক্ষেত্রে একটি কালো চেয়ারের ছবি আপনার সামনে রাখা হয়েছে, আর সেই চেয়ারই নেটিজেনদের ধন্দে ফেলেছে। এই চেয়ারটির ছবিতে দেখা গিয়েছে, একটি সাদা ঘরের মধ্যে ওই কালো চেয়ার রয়েছে। কিন্তু নেটিজেনদের দেখতে হবে যে এই চেয়ারটির মুখ কোনদিকে রয়েছে। আর সেটা প্রকাশ করতে গিয়েই হমিশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

এই ছবিটি আসলে পোস্ট করা হয়েছে রেডিট নামক ওয়েবসাইটে। পোস্ট করেছেন একজন ইরানিয়ান জিনিয়াস নামে ব্যবহারকারী। প্রথমবার আপনার ছবিটি দেখে মনে হতে পারে, এই চেয়ারটি রয়েছে সামনের দিকে মুখ করা। অর্থাৎ ক্যামেরার দিকে রয়েছে এই চেয়ারটি। কিন্ত তা আসল তথ্য নয়। আপনার মগজে একটি দৃষ্টিভ্রম তৈরি করছে এই ছবিটি।

আসল তথ্য হল, এটি একটি জিআইএফ ছবি। যেটি প্রাথমিক ভাবে শেয়ার করা হয়েছিল ইউটিউবে। দেখা যাচ্ছে যে চেয়ারটি আসলে ক্যামেরার দিকে মুখ করে থাকছে না। চেয়ারটি রয়েছে ডানদিকে মুখ করে। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, একজন এসে চেয়ারে বসছেন, আর বসলেই বোঝা যাচ্ছে, চেয়ারটি কোন দিকে মুখ করা আছে। সেই কারণে ভিডিওটি দেখলে আপনার কাছে স্পষ্ট হবে।

সূত্র: নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়