শিরোনাম
◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৩ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন সবাই লেখক হতে চায়, পাঠক নেই! 

লুৎফর রহমান হিমেল

লুৎফর রহমান হিমেল: এখন সবাই লেখক হতে চায়, পাঠক নেই! লেখক বেশি হওয়া দোষের কিছু নয়। কিন্তু পাঠকও বাড়ুক। পাঠক বাড়া ইতিবাচক দিক। পাঠকদের মধ্যেই তো আছেন অনাগত লেখকরা। কিন্তু সেই পাঠক কই। কেউ পড়ছে না যে বই। কিছু বই বেচাকেনা হচ্ছে যদিও, সেটি শুধু অন্যকে বলবার জন্য বা ছবি তোলার জন্য বা ফেসবুকে দেওয়ার জন্যই। লেখক তৈরি হয় লিখতে লিখতে। একজন লেখক সারাবছর প্রচুর পড়বেন এবং এরপর লিখবেন। 

পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হবে। সেসব পড়ে পাঠকপ্রতিক্রিয়াও প্রকাশ পাবে। এরপর সেসব বই মলাটবন্দি হয়ে বের হবে। সেই বই যে শুধু বইমেলাতে বের হতে হবে, এমন নয়। অন্য সময়ও প্রকাশ হতে পারে। এটিই স্বাভাবিক নিয়ম। আগে গানের অ্যালবামও এভাবে প্রকাশ হতো। সারাবছর শিল্পী গভীর সাধনায় সুরচর্চা করতেন। এরপর নানা মঞ্চে ও প্লাটফরমে তার নতুন গান পরিবেশন করতেন। এরপর সেসব গান শ্রোতানন্দিত হয়ে অ্যালবাম হয়ে বাজারে চলে যেতো। এখনকার লেখক বা শিল্পীদের মধ্যে পরিশ্রম ও চর্চাটা নেই বললেই চলে। লেখক বা শিল্পীদের বেশিরভাগের মধ্যে সেই সাধনাটাও নেই। শর্টকাটে সহজ পথে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হবার লোভ তাদের মধ্যকার সম্ভাবনাকেও শেষ করে দিচ্ছে। লেখক: সিনিয়র সাংবাদিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়