শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৩ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন সবাই লেখক হতে চায়, পাঠক নেই! 

লুৎফর রহমান হিমেল

লুৎফর রহমান হিমেল: এখন সবাই লেখক হতে চায়, পাঠক নেই! লেখক বেশি হওয়া দোষের কিছু নয়। কিন্তু পাঠকও বাড়ুক। পাঠক বাড়া ইতিবাচক দিক। পাঠকদের মধ্যেই তো আছেন অনাগত লেখকরা। কিন্তু সেই পাঠক কই। কেউ পড়ছে না যে বই। কিছু বই বেচাকেনা হচ্ছে যদিও, সেটি শুধু অন্যকে বলবার জন্য বা ছবি তোলার জন্য বা ফেসবুকে দেওয়ার জন্যই। লেখক তৈরি হয় লিখতে লিখতে। একজন লেখক সারাবছর প্রচুর পড়বেন এবং এরপর লিখবেন। 

পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হবে। সেসব পড়ে পাঠকপ্রতিক্রিয়াও প্রকাশ পাবে। এরপর সেসব বই মলাটবন্দি হয়ে বের হবে। সেই বই যে শুধু বইমেলাতে বের হতে হবে, এমন নয়। অন্য সময়ও প্রকাশ হতে পারে। এটিই স্বাভাবিক নিয়ম। আগে গানের অ্যালবামও এভাবে প্রকাশ হতো। সারাবছর শিল্পী গভীর সাধনায় সুরচর্চা করতেন। এরপর নানা মঞ্চে ও প্লাটফরমে তার নতুন গান পরিবেশন করতেন। এরপর সেসব গান শ্রোতানন্দিত হয়ে অ্যালবাম হয়ে বাজারে চলে যেতো। এখনকার লেখক বা শিল্পীদের মধ্যে পরিশ্রম ও চর্চাটা নেই বললেই চলে। লেখক বা শিল্পীদের বেশিরভাগের মধ্যে সেই সাধনাটাও নেই। শর্টকাটে সহজ পথে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হবার লোভ তাদের মধ্যকার সম্ভাবনাকেও শেষ করে দিচ্ছে। লেখক: সিনিয়র সাংবাদিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়