শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০০ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা ব্যবস্থা আমার ১১ প্রশ্ন, উত্তর দেবেন কি?

রাখাল রাহা

রাখাল রাহা: প্রশ্ন [১] আপনি ২০১০ সালে শিক্ষানীতি বানিয়ে বলেছিলেন ২০১৮ সালের মধ্যে ছাত্র-শিক্ষক অনুপাত ১ : ৩০ করবেন। করেননি কেন? প্রশ্ন

[২] আপনি শিক্ষানীতিতে ২০১১-১২ অর্থবছর থেকে শুরু করে পর্যায়ক্রমে ২০১৮ সালের মধ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু করবেন বলেছিলেন। করেননি কেন? প্রশ্ন

[৩] আপনি সকল গ্রামে ন্যূনতম একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। করেননি কেন? প্রশ্ন

[৪] আপনি ২০১০-১১ সালের মধ্যে প্রাথমিক স্কুলে ভর্তি ১০০ শতাংশে উন্নীত করবেন বলেছিলেন। ২০২৩ সালে এসেও তা পুরোটা হয়নি কেন? প্রশ্ন [৫] আপনি বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন। তো শিক্ষা খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে কমাচ্ছেন কেন? প্রশ্ন

[৬] আপনি বলেছেন, ২০১১ সাল থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়ন করবেন। হয়নি কেন সেভাবে? 

প্রশ্ন [৭] আপনি বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন করবেন বলেছিলেন? করেননি কেন? কমিশন না করে কর্তৃপক্ষ করেছিলেন কেন? প্রশ্ন [৮] আপনি বলেছিলেন, ২০১৮ সালের মধ্যে সকল শিশুর অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবেন। করেননি কেন? প্রশ্ন [৯] আপনি বলেছিলেন, বিজ্ঞানের মৌলিক বিষয় শিক্ষার্থীরা যেন জানতে পারে, সমস্যা সমাধান করতে পারে এবং বাস্তব জীবনে তা ব্যবহার করতে পারে এভাবে পাঠ্যপুস্তক প্রণয়ন করবেন। এখন উল্টো করলেন কেন? প্রশ্ন [১০] আপনি বলেছিলেন, বিজ্ঞান শিক্ষার সঙ্গে গণিত ওতপ্রোতভাবে জড়িত বলে গণিত শিক্ষার উপর জোর দেবেন। জোর কমিয়ে দিলেন কেন? উচ্চতর গণিত তুলে দিলেন কেন? 

প্রশ্ন [১১] আপনি কোনোকিছুই সেভাবে না করে শুধু প্রথম শ্রেণির ভর্তির বয়স ৬+ হতে হবে, এটা বাস্তবায়ন করছেন কেন? ১ দিন কম হলেও ভর্তি নিচ্ছেন না কেন? আপনারা যারা জনগণের প্রতিনিধি ও কর্মচারী হয়ে জনগণের কাছে অঙ্গীকার করে জনগণের তোয়াক্কা না করে চলেন এবং জনগণ তার সমালোচনা করলে জনগণকেই দায়ী করেন, মিথ্যে মামলা সাজান, হামলা করান, গ্রেপ্তার করে রিমাণ্ডে নেন, জামিন না দিয়ে হাজতে পাঠান, কিংবা গুম করে দেন, আর এই সবকিছুই করেন জনগণের টাকা ব্যবহার করে, জনগণের টাকায় বেতন খেয়ে তাদের প্রতি এই প্রশ্নগুলো। প্রশ্ন থাকছে। উত্তর কাউকে না কাউকে দিতে হবে কারো না কারো কাছে কখনো না কখনো। (রাখাল রাহা, অভিভাবক, আহ্বায়ক শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন এবং সম্মিলিত শিক্ষা আন্দোলন, ৩ ডিসেম্বর ২০২৩)।  ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়