নাজির উদ্দিন শিমাব : মুরুদ-জাঞ্জিরা ভারতের একটি (১৬শতকের) দুর্গ, যেটি ‘সিদ্দি’ নামে আবিসিনিয়ান মুসলমানদের দ্বারা শাসিত হয়েছিলো। তাদের অধীনে এই দুর্গটি ১৯৪৭ সালে ভারতীয় ইউনিয়নে একীভূত হওয়া পর্যন্ত অজেয় ছিল, ভাবা যায়। নিজামশাহী, মারাঠা, মুঘল, পর্তুগিজ, ডাচ, ফরাসি এমনকি ইংরেজরাও এই দুর্গকে বশ করতে পারেনি। এর অবস্থান ও ভূ-প্রকৃতি দারুণ লোভনীয় মনে হচ্ছে আমার কাছে। হাজার দিনের নির্বাসন হোক এখানে আমার, এরকম অজ্ঞাতবাস অথবা নির্জনবাস খুব কাম্য। ফেসবুকে ১২-১০-২৩ প্রকাশিত হয়েছে।