অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম: আইনস্টাইনের তত্ত্ব মতে, কোনো বস্তুর গতি যতো বাড়বে ততো বেশি ‘ভর’ এর সঙ্গে যুক্ত হবে। এভাবে আরো গতি বাড়লে আরো ভর যোগ হবে ও বস্তুটি বেশ ভারী হয়ে উঠবে। এই ভারী বস্তুকে চালনার জন্য আরো অধিক ‘শক্তির’ প্রয়োজন হবে। যেমন বস্তুর গতি যদি আলোর গতির ১০% হারে হয় তার ভর বৃদ্ধি পাবে স্বাভাবিকের চেয়ে ০.৫ ভাগ মাত্র। কিন্তু যদি গতি আলোর গতির ৯০% হয়, তাহলে ভর হবে দ্বিগুণেরও বেশি। আরো বিস্ময়কর হচ্ছে গতি যতো বাড়বে ভর বাড়ার ততোবেশি হবে। এভাবে বাড়তে থাকলে একসময় বস্তুর ভর হয়ে যাবে ‘অসীম’ এবং ওই অবস্থায় সে বস্তুকে চালনা করতে লাগবে ‘অসীম শক্তি’। যা হওয়া ‘অসম্ভব’ ব্যাপার- এ কারণে কোনো বস্তুর গতি কখনোই আলোর গতির সমান হতে পারবে না- এটি সব জায়গায় সর্বকালের জন্য প্রযোজ্য (শুধু আলো ও ভর নেই তেমন কনারাই কেবল আলোর গতিতে চলতে পারবে)। লেখক: মনোবিদ