শিরোনাম
◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা ◈ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর ◈ ডাকসু নির্বাচন: শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

প্রকাশিত : ২৬ জুন, ২০২৩, ০৪:১২ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২৩, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপু-বুবলির গদগদ প্রেম এবং শাকিবের সিনেমা সূত্র 

সৈয়দা সাজিয়া আফরিন

সৈয়দা সাজিয়া আফরিন: বেবি এক্সপ্লোর হওয়ার পর শাকিব খান অপুর সঙ্গে সিনেমা করতে রাজি ছিলেন না। ইনিয়ে বিনিয়ে, হেসে হেসে ঠেসে ঠেসে বলছিলেন, অপু ওয়েট গেইন করেছে, সে আর নায়িকা হইতে পারবে না। কারণ তার বুবলিকে সুযোগ করে দিতে হবে। সিনেমার সূত্রে সম্পর্কে ঢোকাতে হবে নতুন কাউকে। বুবলি যখন বেবি এক্সপ্লোর করলেন, তখনও শাকিব বুবলির সঙ্গে জুটিতে কোনো ছবি করতে চান না। কারণ তার নতুন টার্গেটকে সুযোগ দিতে হবে। সিনেমার সূত্রে বিছানায় বাঁধতে হবে নতুনকে। যে চুলোচুলি বেঁধেছিলো অপুর সঙ্গে বুবলির ওই একই চুলোচুলি বুবলির সঙ্গে বাঁধলো নতুন সে নায়িকার। বিছানা প্রেম, গোপন বিয়ে, বাচ্চা এসব ব্যাপার ঘটছে শাকিবের সঙ্গে জুটি বাঁধা নায়িকাদের সঙ্গে। বোঝাই যায় যে সিনেমায় কাস্ট করার ক্ষমতাই এসব প্রেমের প্রভাবক। এই প্রভাব খাটানোটা অবৈধ এবং সন্তানকে পিতৃপরিচয় না দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। অথচ এই দুই নায়িকার চোখে শাকিব মোটেও অপরাধী নয় সুপারস্টার।

বুবলির সঙ্গে ঝামেলা পাকানোর পর সাবেক স্বামীর জন্য অপুর গদগদ প্রেম থেকে পুরনো গুয়ের গন্ধ উঠে আসতেছে। নিউজ ফিডে ভাসছে অপু সম্পর্কে শাকিবের নোংরা নোংরা মন্তব্যগুলো। বিবাহিত জেনে সম্পর্কে যাওয়া দ্বিতীয় নারী বুবলির অপরাধ না বরং বিবাহিত হয়েও সম্পর্কে যাওয়া পুরুষটির অপরাধ। তবুও বুবলির জন্য ঘৃণা ও তার পরিণতি দেখে তৃপ্ত হওয়ার কারণ ওই সময়ে অপুর প্রতি ইনসেন্সিটিভ সতীনসুলভ আচরণ, বক্তব্য, ফেসবুক স্ট্যাটাস। সেখানেই বুবলি ক্ষান্ত হলেন না, গোপনে বাচ্চা নিয়ে, পরে সে বাচ্চার পরিচিতি লুকিয়ে জাস্ট একই ঘটনা রিপিট করলেন। হলফ করে বলতে পারি সেটার কারণ প্রেম নয়, শাকিবের প্রতি বিশ্বাসও নয় কারণ অপুকে দেখে নেওয়া। বুবলিকে আরও দ্রুত ছুড়ে ফেলেছেন আধবুড়া শাকিব।

সাধারণ থেকে সাধারণ অসুন্দরী নারীরাও এরকম প্রাক্তন থেকে নিজেকে মুছে ফেলেন। কিন্তু অপু বুবলির গদগদ প্রেম, ছলছল চোখ, ফুঁপিয়ে ওঠা কান্না আধবুড়া চামড়া ঝুলা ওভারঅ্যাক্টিং শাকিবের আত্মবিশ্বাস বাড়ায়। এই দুই নারীর কাছে আশা করিনি যে পিতৃপরিচয়ের নিকুচি করে নিজের পরিচয়ে বাচ্চা মানুষ করুক, কাস্টিং করার বিনিময়ে গোপন সম্পর্ক তৈরি এবং প্রতারণার অভিযোগে এই স্ব-ঘোষিত সুপারস্টারের বিরুদ্ধে মামলা করুক, এমনকি আশা করিনি যে তারা প্রকাশ্যে ঘৃণা করার সাহস করুক। অন্তত অসম্মানের ময়লা অতীত থেকে মুভ অন করার তাকৎটাও যদি না থাকে ওদের প্রতি সিম্প্যাথিটা আর থাকে না। যেটা ওরা চায়, কেঁদে কেঁদে চায়। বুবলি তুলনামূলক বেশি হাস্যকর। বুবলি তার সমস্ত শিক্ষা বুদ্ধি খরচ করে চলেছেন দ্বিতীয় নারী, রক্ষিতা, সৎমা, সতীন চরিত্র নিখুঁতভাবে আঁকতে। চরম নির্লজ্জভাবে নিজেকে শিক্ষিত দাবিও করছেন।
 লেখক: সম্পাদক, উইম্যানভয়েসবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়