শিরোনাম
◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা ◈ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর ◈ ডাকসু নির্বাচন: শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত! ◈ ৫ ট্রলারসহ সাগর থেকে ৩০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ সরকারি কর্মকর্তাদের জন্য নতুন প্রশিক্ষণ নীতি: মেয়াদ ৪ মাস, মাঠপর্যায় অন্তর্ভুক্ত ◈ ৫ শিক্ষার্থীকে নিয়ে আদমদীঘিতে পুকুরে ধসে পড়ল শ্রেণিকক্ষের মেঝে ◈ জামায়াত আমিরের বাড়িতে ব্রিটিশ হাইকমিশনার, নির্বাচন নিয়ে হলো আলোচনা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা

নেপালে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যে ভারতেও একই রকম ঘটনা যেন না ঘটে, বুধবার (১০ সেপ্টেম্বর) সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত।

সঞ্জয় রাউত বলেছেন, দুর্নীতি, একনায়কতন্ত্র এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুন জ্বলে উঠেছে, তা ভারতেও ঘটতে পারে। কিন্তু কোনো সহিংসতা না হওয়ার কারণ হলো এখানে মানুষ মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাস করে। 

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ‘গান্ধীর আদর্শের কারণেই’ টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি।
 
সঞ্জয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘যদি এই স্ফুলিঙ্গ (নেপালের মতো) ভারতে আসে; ভারত একটি বিশাল দেশ, যারা আজ পর্যন্ত টিকে আছে কারণ মহাত্মা গান্ধী এখানে জন্মগ্রহণ করেছিলেন। আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে, সেই কারণেই এই লোকেরা টিকে আছে।’ 
  
নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ‘মোদিজি, আপনি গান্ধীকে যতই গালি দিন না কেন, তার আদর্শের কারণে আপনার সরকার টিকে আছে।’
 
এই শিবসেনা নেতার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন, এর অর্থ দরিদ্ররা এখনও আছে। নেপালেরও একই অবস্থা ছিল। ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে। কারও ছেলে দুবাইতে বসে আছে, কারও ছেলে সিঙ্গাপুরে, কেউ আবার ক্রিকেট চেয়ারম্যান হয়।’
 
কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনাও করেন তিনি। বলেন, ভারত তাদের প্রতিবেশীকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন সাহায্য করেনি।
 
সঞ্জয় বলেন, ‘নেপাল একসময় আমাদের বন্ধু ছিল, নেপাল ভারতকে বড় ভাই মনে করত। কিন্তু যখন নেপাল সংকটের মুখোমুখি হয়েছিল, তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি। এটা আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। ভারতের তরুণরা আজ চুপচাপ দেখছে। বেকারত্ব আছে, অনেক সমস্যা আছে।’ সূত্র: ফ্রি প্রেস জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়