শিরোনাম
◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা ◈ অবশেষে খোঁজ মিললো ক্ষমতাচ্যুত নেপালি প্রধানমন্ত্রীর ◈ ডাকসু নির্বাচন: শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত! ◈ ৫ ট্রলারসহ সাগর থেকে ৩০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ সরকারি কর্মকর্তাদের জন্য নতুন প্রশিক্ষণ নীতি: মেয়াদ ৪ মাস, মাঠপর্যায় অন্তর্ভুক্ত ◈ ৫ শিক্ষার্থীকে নিয়ে আদমদীঘিতে পুকুরে ধসে পড়ল শ্রেণিকক্ষের মেঝে ◈ জামায়াত আমিরের বাড়িতে ব্রিটিশ হাইকমিশনার, নির্বাচন নিয়ে হলো আলোচনা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র্গাপুরে কোটি টাকার সড়কে বড়সড় অনিয়ম: ৫ দিনেই উঠে গেল পিচ!

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে কোটি টাকার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সদ্য নির্মিত সড়কের কার্পেটিং শেষ হওয়ার মাত্র পাঁচ দিন পরই উঠে যেতে শুরু করেছে। এতে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

উপজেলার তিওড়কুড়ী থেকে পাঁচবাড়ি হয়ে দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৪ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ পাকা সড়কের কাজ গত ৫ সেপ্টেম্বর শেষ হয়। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রায় ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকার ব্যয়ে কাজটি সম্পন্ন করে।

তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের বিটুমিন, ইট ও বালি ব্যবহার এবং সড়ক পরিষ্কার না করেই পিচ ঢালাই করার কারণে অল্প দিনেই কার্পেটিং উঠে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, হাত বা পা দিয়েই সহজে পিচের স্তর উঠে আসছে।

স্থানীয় বাসিন্দা প্রফেসর ইয়াসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তায় ঠিকমতো পিচ দেওয়া হয়নি। এক বছরও টিকবে না। এখন যদি বৃষ্টি হয়, পুরো রাস্তা নষ্ট হয়ে যাবে।”

ভ্যানচালক আবু বক্কর বলেন, “সরকার কোটি টাকা ব্যয় করছে, অথচ ঠিকাদাররা দায়সারা কাজ করেছে। কয়েকদিন না যেতেই সব উঠে যাচ্ছে। এর চেয়ে আগের রাস্তা ভালো ছিল।”

অন্য এক বাসিন্দা আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, “পা দিয়ে ঘষলেই পাথর উঠে যায়। পিচ ঢালাইয়ের সময় রোলার দিয়েও ঠিকমতো চাপ দেওয়া হয়নি।”

দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সাত্তার বলেন, “ঠিকাদার তড়িঘড়ি করে কাজ শেষ করেছে। উপজেলা থেকে কেউ তদারকি করেনি। ফলে ইচ্ছেমতো দায়সারা কাজ হয়েছে।”

একজন স্থানীয় ঠিকাদার জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সঠিক অনুপাতে পাথর, বালি ও বিটুমিন না মেশানোর কারণেই সড়কের উপরের স্তর দুর্বল হয়ে দ্রুত উঠে যাচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স-এর প্রতিনিধি অসিম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী মাশুক-ই মোহাম্মদ বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। ল্যাবে পরীক্ষা করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ত্রুটি ধরা পড়লে রাস্তা পুনর্নিমাণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়