শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১২:৫৮ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিপিএকে উপেক্ষা করা কিংবা ছোট করে দেখার কোনো সুযোগ নেই

রউফুল আলম

রউফুল আলম: জিপিএ ম্যাটারস। রেজাল্ট ম্যাটারস। জিপিএ-কে উপেক্ষা করা কিংবা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দেশে-বিদেশে সবখানেই ভালো জিপিএ ম্যাটারস। আলাদা ভ্যালু থাকে। দেশের বাইরে জিপিএ কম হলেও সেটাকে ঢাকার কিংবা নিজেকে প্রমাণ করার বিকল্প কতোগুলো ব্যবস্থা থাকে। আমাদের দেশে নিজেকে প্রমাণ করার বিকল্প ব্যবস্থা কম। ফলে সেখানে ভালো জিপিএ থাকা আরো গুরুত্বপূর্ণ। 

তবে দুইটা বিষয় অবশ্যই মাথায় রাখবে-তোমাকে শিখতে হবে। তোমার নলেজ থাকতে হবে। এটা হলো প্রাইম ফোকাস। জিপিএ ভালো কিন্তু নলেজ নেই, সেটা নিয়ে বেশি দূর যেতে পারবে না। নকল করে কিংবা প্রশ্ন পেয়ে ভালো জিপিএ তোলা যাবে, কিন্তু বিদ্যা কি মাথায় ঢুকানো যাবে?  যদি জিপিএ থাকে, নলেজও থাকে, তাহলে ছক্কা। কারণ জ্ঞানটা হলো সর্বজনীন। স্কিলটা সর্বজনীন। দুনিয়ার যেকোনো সমাজে কাজে লাগবে। মাথায় বিদ্যা থাকলে, স্কিল থাকলে দুনিয়ার কোথাও ঠেকবা না। এটাই চিরন্তন।

দ্বিতীয় বিষয়টা হলো, একটা লেভেলে জিপিএ যদি কোনো কারণে ভালো নাই হয়, হাল ছেড়ো না। ফাইট ফর ফিউচার। এটা সবচেয়ে বড়ো শিক্ষা। জীবন শুধু একটা-দুটা পরীক্ষার উপর নয়। জীবন হলো বহু পরীক্ষার উপর। জীবনের বহু স্টেইজ আছে যেখানে তোমার ভালো করার সুযোগ আসবে। The road to success is always under construction. কেউ স্কুলে ভালো করে না কলেজে করে। কেউ স্কুল-কলেজে জ্বলে ওঠে না, কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে জ্বলে ওঠে। কেউ ইউনিভার্সিটিতে ভালো করে না, কিন্তু প্রফেশনাল ক্যারিয়ারে ভালো করে। 

তোমার লো সিজিপি, কিন্তু তোমার স্পেশাল কিছু স্কিল আছে, তাহলে তোমাকে আটকে রাখা যাবো না। কিংবা তুমি এক স্টেইজে ভালো জিপিএ তুলতে পারোনি কিন্তু অন্য স্টেইজে তোমার স্কিল দেখাতে পেরেছো, তাহলেও তুমি এগিয়ে যাবে। লেখক: গবেষক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়