ফজলুল বারী, ফেসবুক থেকে: অস্ট্রেলিয়ার বাংলাদেশ ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক। এই রিজার্ভ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। গত এক বছরে এই রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়িয়েছে মোট দশবার। এতে করে বাড়ির দাম, বাড়ি ভাড়া থেকে শুরু করে জীবনযাপনের ব্যয় সবকিছু বেড়েছে। এর ধাক্কা সামলাতে হচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টির সরকারকে।
সরকারের জনপ্রিয়তা পড়েছে চ্যালেঞ্জের মুখে। খারাপ খবরটি এসেছে বুধবার। ব্যবসায়ী সংগঠনগুলো বলেছে দেশের অর্থনীতির গতি ধীর হয়ে গেছে। সব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে ভোক্তারা কেনাকাটা কমিয়ে দিয়েছেন। অর্থনৈতিক পূর্বাভাসে বলা হয়েছে এর জন্য প্রবৃদ্ধি কম হবে।