রউফুল আলম: ইউনিভার্সিটিতে উঠেই এক বছরের মধ্যে এই সাতটা কাজ করার চেষ্টা করো। একটা ব্যাংক একাউন্ট খুলবে। সম্ভব হলে ধার-দেনা, লেনদেন ব্যাংকের মাধ্যমেই করও। যথাসম্ভব ক্যাশ এড়িয়ে চলো। লিংকডইন-এ একটা একাউন্ট খুলবে। প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে তুলবে ধীরে ধীরে। সম্ভব হলে একটা পাসপোর্ট করে ফেলো। পাসপোর্ট করলেই যে বিদেশ যেতে হবে, তা না। পাসপোর্ট একটা আইডেন্টিটি কার্ডও। পাসপোর্ট করার ঝামেলাটাও আগে আগে চুকে গেলো। তোমার জন্মসনদ, ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো গুছিয়ে রাখবে। কোনো ভুল থাকলে শুধরে নাও।
ডকুমেন্ট গুছিয়ে হাতে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। প্রমিত উচ্চারণ শেখার চেষ্টা করও। আমাদের মাতৃভাষা বাংলা হলেও, আমরা সবাই, কিন্তু প্রমিত উচ্চারণে কথা বলতে পারি না। প্রমিত উচ্চারণে কথা বলার মানে এই নয় যে, আঞ্চলিক ভাষাকে হেয় করা বা ভুলে যাওয়া। প্রমিত উচ্চারণে কথা বলা প্রয়োজন প্রেজেন্টেশনের জন্য। কমিউনিকেশনের জন্য। ইংরেজি ভাষায় দুর্বলতা কাটাতে সময় দাও। প্রতিদিন একটু একটু করে। কিছু না কিছু উপার্জনের চেষ্টা করো। যদি তোমার প্রয়োজন নাও হয় তবুও। উপার্জন করলে, জীবন সম্পর্কে সম্পূর্ণ আলাদা একটা উপলব্ধি তৈরি হবে। লেখক ও গবেষক। ফেসবুক থেকে