শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০২:০৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৩, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবসমাজ পুঁজির চক্রে ঘড়ির কাঁটার মতো টিক টিক করে দিন পার করছে! 

রহমান চৌধুরী

রহমান চৌধুরী: পুঁজির দাপটে আপনার একান্ত সবকিছু ওদের দখলে চলে যাবে। ধরুন আপনার ভালোবাসা, আবেগ এবং পারিবারিক বন্ধন, সবকিছুর সীমানা ওরা তৈরি করে দেবে। জীবনের সব সহানুভূতি এবং সম্পর্ক ওরা নির্দিষ্ট দিবসে বেঁধে রাখবে আপনার জন্য। যখন আপনার হুশ হবে, যদি হয়, প্রতিবার দেখবেন আপনি নিজে তখন চক্রে বাঁধা পড়ে গেছেন। শিক্ষা তাই আপনার কাছে মনে হচ্ছে একটা সনদপত্র, জীবন মানে শুধু একটা লোভনীয় চাকরি, যেখানে টাকার জন্য সবটা সময় দিয়ে দিতে হবে। দিন শেষে চাকরির টাকায় সন্তানের হাতে তুলে দেবেন দামি চকোলেট, দিতে পারবেন না কোনো মতাদর্শ। সন্তানের চাওয়া আপনার কাছে একান্ত সময়গুলো নয়, দিতে পারবেন তাকে চাকচিক্য। সন্তান শিখে যাবে ততোদিনে পিতামাতার স্নেহের চেয়ে দামি চকোলেট, বড় বড় রেস্টুরেন্ট দামি দামি খাবার খাওয়ার নামই পারিবারিক বন্ধন। স্ত্রীকে দেবেন বিলাসবহুল বাড়ি, একান্তভাবে তার সঙ্গে সময় কাটাবার সময় থাকবে না আপনার। কারণ সাফল্যের শিখরে আপনি। 

নিজের একান্ত সময়ের বিনিময়ে তা পেয়েছেন। স্ত্রীর কাছ থেকে আপনি পাবেন প্রতিদিন নানান ফর্দ, সন্তানের বিলাসবহুল জীবন গড়ে দেওয়ার জন্য। স্ত্রীর দিক থেকে স্বামীর ক্ষেত্রে ঠিক এমন ঘটনাই ঘটবে। সকলের জীবনের চূড়ান্ত লক্ষ্য একটা বিলাসবহুল জীবন যা নিয়ে প্রতিযোগিতা করা যায় দূরের এবং কাছের মানুষদের সঙ্গে। বৃদ্ধ বয়সে সন্তানরা আপনার কাছে থাকবে না। জীবন যাপনের ব্যস্ততায় তাদের সময় হবে না আপনার সঙ্গে দেখা করার। সন্তানরা আসলে আপনার থাকবে না, ওদের হয়ে যাবে। বহু টাকা তারা বেতন পাবে, বহু দেশ তারা ঘুরে বেড়াবে। সেটাই হবে সবার সঙ্গে আপনার গল্প করার বিষয়বস্তু। যারা গল্প করার মতো টাকা উপার্জন করবে, তারা প্রতিষ্ঠান আর মালিকের প্রশংসা করতে থাকবে। কিন্তু ভুলে যাবে, মালিক তাকে যা দিচ্ছে তার চেয়ে বহু গুণ সে নিজেই মালিককে উপার্জন করে দিচ্ছে। সে পাচ্ছে আসলে তার উপার্জিত অর্থের ক্ষীণ অংশ তথাকথিত স্যালারির নামে। কিন্তু ততোদিনে ওরা আপনার মস্তিষ্ককে ভোঁতা আর দৃষ্টিকে ঝাপসা করে দেবে। 
চার্লি চ্যাপলিন সেই যুগে বোধশক্তি হারাননি বলে, সৃষ্টিশীল মন নিয়ে তৈরি করতে পেরেছিলেন মডার্ন টাইমসের মতো চলচ্চিত্র। মানব সমাজের রূঢ় বাস্তবতার ছবি তিনি সেইদিন কতো নিখুঁতভাবে এঁকেছিলেন, যা আজ আমাদের ভাবাচ্ছে। সেই রকম চলচ্চিত্র, এখন তা তৈরি করার মানুষ খুঁজে পাওয়া দুরূহ হবে। কারণ চ্যাপলিন যা দেখতেন তেমন দৃষ্টি দিয়ে দেখার মানুষরা প্রায় হারিয়ে গেছে। চারদিকের জাঁকজমকের চমক মানুষের বুদ্ধি আর দৃষ্টিকে ঘোলা করে রেখেছে। জাঁকজমক পরিবেশন এবং সরবরাহ করার বিনিময়ে মানুষের দৃষ্টিশক্তিকে ওরা কিনে নিয়েছে। বৃহত্তর মানুষের মস্তিষ্ককে খাঁচায় বন্দী করে রেখেছে। মানবসমাজ আসলে পুঁজির চক্রে ঘড়ির কাঁটার মতো টিক টিক করে দিন পার করছে। মানুষ তবুও ফিনিক্স পাখির গল্প করে, প্রমিথিউসকে স্বপ্ন দেখে। সক্রেটিস হেঁটে বেড়ায়। ব্রুনোরা গবেষণা করে। নূরুলদীন যুদ্ধ করে সকলরকম শোষন নির্যাতনের বিরুদ্ধে। ক্ষুদিরাম এখনো রক্ত দিতে চায়। ভগত সিং নতুন ঠিকানার কথা বলে। সেটা অবশ্য ভিন্ন জগতের আলাপ। 
লেখক : শিক্ষক, গণ-বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়