সৈয়দা সাজিয়া আফরিন: বধূ মানে বউ, বারবধূ মানে বেশ্যা। বধূ ও বারবধূর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করলাম। [১] বধূও টাকা ও ভরণপোষণের বিনিময়ে রাত্রিযাপন করেন। বারবধূও টাকা পয়সা ও অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে রাত্রিযাপন করেন। [২] বধূকে তার স্বামী মানে মালিক যখন তখন ও খুব সহজে এভেইল করতে পারে, অনুমতি লাগে না। অন্যদিকে বারবধূর ব্যপারটাতে ইমিডিয়েট লেন-দেনের প্রসিডিউর থাকে। এক্ষেত্রে অনুমতি লাগে। [৩] বধূ স্বামী বা মালিকের অনুগত থাকতে বাধ্য। অন্যদিকে বারবধূ কারও প্রতি অনুগত থাকতে বাধ্য না। [৪] বধূর সঙ্গে সম্পর্কটা ব্যক্তিগত ও সামাজিক। বারবধূর সঙ্গে সম্পর্কটা গোপনীয় ও ব্যক্তিগত।
[৫] বধূর সঙ্গে সন্তান ধারণ একত্রবাস আছে। বারবধূর ক্ষেত্রে নেই। থাকলেও সেটা নির্দিষ্ট সময়ের জন্য। [৬] বধূর ক্ষেত্রে শরীরি চুক্তি বিলোপের সুযোগ থাকলেও চুক্তির ধরনটা আজীবনের। বারবধূর ক্ষেত্রে চুক্তিটি সাময়িক ধরনের। [৭] বধূকে তনমন দিয়ে স্বামী বা মালিককে ভালবাসতে হয়। বারবধূকে মন দিতে হয় না। অর্থাৎ বধূ ইমোশনালিও সার্ভ করবেন বারবধূর ইমোশনাল সার্ভিস চাওয়া হয় না। [৮] আইনের দৃষ্টিতে বধূ আইনি বারবধূ বেআইনি।
বউ এবং বেশ্যা দুটোকে দুই মেরুর করে দেখানো হলেও এগুলো আসলে খুব কাছাকাছি দুটি সামাজিক অবস্থান। স্ত্রী শব্দের সমার্থক ও বহুল ব্যবহার হওয়া সমার্থক হচ্ছে বউ, বধূ, অন্যদিকে পতিতা শব্দের বাংলা প্রতিশব্দে বউ ব্যপারটা আছে যেমন বারবধূ, বারবনিতা ইত্যাদি। দুই ক্ষেত্রেই শরীরটি বিক্রয়যোগ্য। পার্থক্য খুবই ক্ষুদ্র, একজনের হলে শুধু বধূ অন্যদিকে অনেক জনের হলে বারবধূ। দুইটা চরিত্রই পুরুষের তৈরি তাদের সার্ভ করার জন্য। লেখক: সম্পাদক, উইম্যানভয়েসবিডি.কম