শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৪:১২ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা তো সরকারের জয়, পরাজয় নয়

শেখ আদনান ফাহাদ

শেখ আদনান ফাহাদ: নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে নৌকার প্রার্থী হেরে গেছে মর্মে যারা প্রচার করছেন তাদের উদ্দেশ্য খুব খারাপ। এরাই মূলত মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের ধ্বংস কামনা করে। নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা তো সরকারের জয়, পরাজয় নয়। দলীয় সরকারের অধীনেই এমন নির্বাচন হতে পারে, এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে? প্রার্থী হিসেবে আজমত উল্লা খান অবশ্যই, অবশ্যই জাহাঙ্গীর সাহেবের মা থেকে অনেক অনেক যোগ্য, তুলনা চলে না। প্রার্থী হিসেবে জাহাঙ্গীর থেকেও অনেক বেশি যোগ্য আজমত উল্লা। যোগ্যতা অনেক সময় অযোগ্যতা হয়ে যায়। মানুষের সঙ্গে মিশি বলেই জানি, আপনি যদি একটু বেশি শিক্ষিত হন, একটু বেশি যোগ্য হন, একটু বেশিই সংবেদনশীল হন, একটু বেশিই রুচিশীল হন আপনার সঙ্গে সমাজের একটা বড় অংশের মানুষের সম্পর্ক থাকবে না। নির্বাচনের ভিডিওগুলো দেখেন বারবার। ভোটারদের সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। মফস্বলে এমন একটা চর্চা আছে, অর্থাৎ নিজেদের মধ্যে বেমানান মানুষকে দূরে রাখ, কোথাও সুযোগ দিও না, আজমত উল্লাকে এর চেয়ে বরং কেন্দ্রে মানায়। 

কিন্তু কেন্দ্র কি তাকে সেই সুযোগ দেবে? এটা আরও কঠিন হবে তার জন্য। কেউ ভালো প্রতিযোগীকে পছন্দ করে না। গাজীপুরের সিটির ভোটারদের ভিডিওগুলো দেখেন আবার। তাজউদ্দীন আহমদের গাজীপুর কিংবা আহসানউল্লাহ মাস্টারের গাজীপুর বলে বর্তমান বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। গাজীপুর নিয়ন্ত্রণ করে কারা? গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ হলো টাকার খনি। কোটি কোটি কোটি টাকা এখানে জন্ম নেয়। হকার থেকে ফ্ল্যাট, প্লটের মালিক হওয়ার জায়গা এসব জায়গা। একজন সৎ, আদর্শবান, প্রকৃত রাজনীতিবিদের জন্য এসব এলাকা কতো কঠিন সেটা নিশ্চয় আমার এখানে ব্যাখা করতে হবে না। ইনফ্যাক্ট, পুরা বাংলাদেশেই এখন প্রকৃত রাজনীতিবিদরা কঠিন পরিস্থিতির শিকার। হয়তো এমপির ছেলে এমপি হচ্ছে, না হয় প্রচুর টাকার মালিকেরা নমিনেশন পেয়ে যাচ্ছে। এটা এখন প্রতিষ্ঠিত বাস্তবতা যে, অনেক টাকার মালিক না হলে এমপি দূরের কথা, মেম্বার হতেও কষ্ট হয়ে যায়। 

ঢাকার আশেপাশে একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে কতো টাকা খরচ হয় সেটা একটু খোঁজ নিলেই জানা যাবে। একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে নাকি ২০ কোটি টাকা খরচ করতে হয়েছে একজন প্রার্থীকে। রাজনীতিতে সামরিক-বেসামরিক, আমলা, ব্যবসায়ী, দুর্বৃত্তদের আমদানি করার চর্চা শুরু করেছিলো বিএনপি। বলতে দ্বিধা নেই, সময়ের আবর্তনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগেও এখন অনেক মানুষ এমপি হয়েছেন, মেয়র হয়েছেন যারা কোনো সংজ্ঞাতেই রাজনীতিবিদ নন। আজমতউল্লার আর জাহাঙ্গীর সাহেবের মধ্যে তুলনা করলেই বের হয়ে যাবে কে কতটুকু রাজনীতিবিদ। শেখ হাসিনা না হয় আজমত উল্লাকে প্রার্থী হিসেবে দিয়েছেন, কিন্তু এমন কেউ কি আছেন যারা আজমত উল্লাকে পরাজিত করতে জাহাঙ্গীরকে সহযোগিতা করেছেন? শুধু শেখ হাসিনাকে ভালোবাসেন এমন মানুষেরাই পারেন এই প্রশ্নের উত্তরের পেছনে ছুটতে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়