শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৪:১০ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষিত-বাঙালি চিকনা বুদ্ধিতে আমেরিকার বাপ!

আর রাজী

আর রাজী: অনেক দিন হইলোই আমার মনে এই বিশ্বাস তৈরি হইছে যে, পশ্চিমারা বৃটিশ আমলের লোকজনের মতো আর বৃটিশ-বুদ্ধি ধরে না। নানান সময় পশ্চিমাদের সঙ্গে নানান কাজে শিক্ষিত-বাঙালিরে যে পরিমাণ চিকন-বুদ্ধি খাটাইতে দেখছি, তাতে মনে হইছে শিক্ষিত-বাঙালিরে ধরা খাওইয়া দেওয়ার মতো পাকনা বুদ্ধি পশ্চিমা গো আর হইবো না। কিন্তু এই দফায় যুক্তরাষ্ট্রের বুদ্ধি দেইখা তো আমি পুরাই। এক্কেবারে টাশকি খাই গেছি! শিক্ষিত-বাঙালি, বিশেষত যে একবার যুক্তরাষ্ট্র দেইখা ফেলাইছে, তার পক্ষে আমেরিকা আর যাইতে পারবে না, এই পর্যন্ত মাইনা নেওয়া যদি সম্ভবও হয়, তার বউ-বাচ্চাও যাইতে পারব না, এই হুমকি হজম করা প্রায় অসম্ভব। আমেরিকা ভিসার চাল হাল্কার উপ্রে মাইরা শিক্ষিত-বাঙালির বুদ্ধিরে এক্কেবারে ঝাপসা বানাইয়া দিছে।

কিন্তু শিক্ষিত-বাঙালির বদমাইশি বুদ্ধির উপরে আমার বিপুল আস্থায় এখনো কিছুমাত্র চির ধরেনি। নিশ্চয়ই অচিরেই তারা কিছু না কিছু নতুন চাল বা উপায় বাইর কইরা ফেলাইবো। দেশে সব আকাম-কুকাম জারি রাখার পরও কীভাবে আম্রিকার ভিসা অটুট থাকে বা লাগান যায় তা তারা বাইর কইরা ছাড়বোই। কাগজপত্রে বউরে তালাক দিয়া স্বাধীন কইরা দিবো দরকার হইলে, আর বাচ্চা-কাচ্চাদের বেলায় নিশ্চয়ই কিছু উপায় বের হইয়া যাইবো যাইবো। আশা হারানো পাপ। শিক্ষিত-বাঙালি চিকনা-বুদ্ধিতে আম্রিকার বাপ। লেখক: সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়