শওগাত আলী সাগর: রাজনীতির প্রধান খেলোয়াড় রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা, ভোটের চর্চা নিয়ে আমরা কখনোই কথা বলিনি। রাজনীতিকরা নিজেরা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে গড়ে না উঠলে তাদের হাত দিয়ে যে রাষ্ট্রে গনতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। সেই ভাবনাকে আমরা কখনোই প্রশ্রয় দিইনি। আমরা সুবিধাবাদী রাজনীতিকদের শেখানো গণতন্ত্রের বুলি আউড়িয়েছি, তাদের শেখানো পথে গণতন্ত্র সন্ধান করেছি। বুদ্ধিজীবী, সাংবাদিক, অনলাইন এক্টিভিষ্ট- সবাই মিলে রাজনীতির কাছে স্বাধীন চিন্তা বর্গা দিয়ে আমরা ভোটের অধিকারের স্বপ্ন দেখি। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক