স্পোর্টস ডেস্ক : মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইরানকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে চাইনিজ তাইপে। চতুর্থ ম্যাচে এসে প্রথম হার দেখল ২০১২ বিশ্বকাপের রানার্সআপ ইরান।
ম্যাচের শুরুতে দুবার এগিয়ে যায় ইরান। গত বিশ্বকাপের রানার্সআপদের স্বস্তি কেড়ে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ পয়েন্টে সমতায় ফিরে চাইনিজ তাইপে। এরপর তারা দারুণ গতিতে ছুটতে থাকে। ইরানকে এক দফা অল আউট করে ১০-৫ পয়েন্টে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষদিকে ইরান টানা ৪ পয়েন্ট পেলেও চাইনিজ তাইপে প্রথমার্ধ শেষ করে ১৭-১১ ব্যবধানে এগিয়ে।
দ্বিতীয়ার্ধে ইরান চেষ্টার ত্রুটি রাখেনি, কিন্তু টেকনিকে তাইনিজ তাইপের সাথে পেরে ওঠেনি তারা। কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চাইনিজ তাইপে এ অর্ধেও আধিপত্য ধরে রাখে। একের পর এক পয়েন্ট তুলে তারা ম্যাচ জিতে নেয় ৩১-২১ পয়েন্টে।
জাঞ্জিবার ও কেনিয়াকে আগের দুই ম্যাচে হারিয়ে আসা চাইনিজ তাইপে এবারের আসরের পদকের অন্যতম দাবীদার হয়ে উঠেছে।